জহিরুল ইসলাম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড়ে ৫৬২ পিস ইয়াবাসহ ৫ যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ দারোগাপাড়া রামগড়-বারৈয়ারহাট আঞ্চলিক মহাসড়কের উপর হইতে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত যুবকরা হল ফেনীরকুলের আবদুল বারেক প্রকাশ ও সমানের সন্তান মো: সাদ্দাম প্রকাশ ওমর ফারুক (৩৪), দারোগাপাড়ার আবুল কাশেমের সন্তান মো: ইলিয়াছ (৩৫), মহামুনির আবুল কালামের সন্তান সাইফুল ইসলাম (৩২), মো: দুলালের সন্তান মো: নুরনবী (৩৫) এবং ভুজপুরের মুসলিমপাড়ার মো: ইসমাইলের সন্তান মো: ইউনুছ (২৭)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলাম এর নেতৃত্বে এসআই দিপক বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় আটককৃতদের কাছ থেকে ৫৬২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপদ করা হইবে।
Wow, amazing weblog structure! How long have you ever been running a blog for?
you make blogging look easy. The overall look of your web site is fantastic, as neatly as the content material!
You can see similar: najlepszy sklep and here najlepszy sklep