খাগড়াছড়ির রামগড় থানা-পুলিশ বৃহস্পতিবার রাতে ২০টি ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
ঐদিন রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ঢাকাকলোনির বাসিন্দা আবদুল্লাহ প্রকাশ রাব্বি (২৫) এর দেহ তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
আটককৃত যুবক ঢাকাকলোনির মৃত শাহজাহান হাওলাদারের সন্তান বলে জানা গেছে। পুলিশ জানায়, মাদক ব্যবসার পাশাপাশি সে নিয়মিত ইয়াবা সেবন করে থাকে।
অভিযান পরিচালনা করেন রামগড় থানার এসআই মোঃ মাজহারুল হক, এসআই মোঃ সামছুল আমিন, এএসআই হবিকুল ইসলাম, সঙ্গীয় কং জাহাঙ্গীর আলম, সাজ্জাদ ও নিখিলেশ।
Leave a Reply