জহিরুল ইসলাম,রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র অন্যতম সহযোগী সংগঠন জিয়া পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে, ৮ অক্টোবর ২০২৪ইং( মঙ্গলবার) সকাল ১১টার সময় রামগড় উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে এপরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, জিয়া পরিষদ রামগড় উপজেলা শাখার সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর সঞ্চালনায় দলীয় কার্যালয়ে উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ -সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মোজাম্মেল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন,জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলা উদ্দিন,, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু প্রমুখ।।
এছাড়াও পরিচিতি সভায় জেলা জিয়া পরিষদের সহ -সভাপতি মোশাররফ হোসেন,রামগড় উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আমীন মেম্বার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সুজায়েত আলী,জামাল হোসেন ভুট্টো, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মহিন উদ্দিন হারুন, উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ সভাপতি আব্দুল মন্নান, সহ- সভাপতি শাহাজালাল, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম,সহ -সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, সাবেক ছাত্র নেতা মোঃ ইলিয়াস ও শাহাজান এবং রামগড় উপজেলা জিয়া পরিষদের পদস্থ নেতৃবৃন্দ সদস্য বৃন্দ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি -সম্পাদক- সাংগঠনিক বৃন্দ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে- গত ২৫ নবেম্বর ২০২২ ইং জিয়া পরিষদ (পেশাজীবি সংগঠন)রামগড় উপজেলা শাখা কমিটি গঠনকল্পে এক সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়, সভা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দের উপস্থিতিতে মোঃ দেলোয়ার হোসেন সভাপতি ও সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক এবং মোঃ ইব্রাহীম,কে সাংগঠনিক সম্পাদক করে ৪১বিশিষ্ট সদস্য জিয়া পরিষদ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়।
Hikaye paylaşımı Google SEO, dijital pazarlama stratejimizde büyük bir fark yarattı. https://royalelektrik.com//esenyurt-elektrikci/
Organik hit satın al SEO optimizasyonu, Google’da üst sıralara çıkmamıza yardımcı oldu. https://royalelektrik.com/blog/