জহিরুল ইসলাম রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরণ করা হয়েছে।
বুধবার(২৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে রামগড় স: উচ্চ বিদ্যালয়ের পুকুরপাড়ে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২৪-২০২৫ আর্থিক সালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎসচাষীদের মাঝে পোনামাছ বিতরনণ করেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সমাজসেবা ও শহর সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, রামগড় থানার এসআই মো.জাফর, মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারী রাংচাইপ্রু মারমা, উপকার ভোগী মৎস্য চাষীগন প্রমূখ।
এতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৭২ জন প্রান্তিক মৎস্যচাষীর মাঝে ৩ শত ৩৩ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম