খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার মো. নুরুল নবীর ছেলে মো. হানিফ (২৩), ফেনীরকূল এলাকার মো. ইউছুফ এর ছেলে মো. জামাল উদ্দিন (৩১)।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে ১নং রামগড় ইউনিয়নের বাজার চৌধুরী পাড়া এলাকায় পাহাড় কাটা হচ্ছে এধরণের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালত পৃথক দুই মামলায় দুই লাখ টাকা জরিমানা করেন।
পাহাড় কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিচালনা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম