জহিরুল ইসলাম খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি পতিপালন নিশ্চিতকরণে খাগড়াছড়ির রামগড়ে রিটার্নিং অফিসার ও জনপ্রতিনিধিগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ২৪ ডিসেম্বর) দুপুরে রামগড় উপজেলা প্রশাসন এর আয়োজনে- উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মমতা অাফরিন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়' সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক ও ২৯৮ নং আসনের রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামান ' এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর ' জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম' রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী প্রমুখ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সহিদুজ্জামান দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণবিধি সকলকে মেনে চলার আহবান জানান " রামগড় এলাকার বিভিন্ন সমস্যা জনপ্রতিনিধির কাছ থেকে শুনেন এবং তা সমাধানে আশস্ত করেন।
এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ) রামগড় নাজিম উদ্দিন " উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক " মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার - রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল '১নং রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার। ২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী আলমগীর ' রামগড় থানার (ওসি )দেবপ্রিয় দাস ' পৌর কাউন্সিলর 'ইউপি সদস্য ' সুশীল সমাজ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম