জহিরুল ইসলাম, রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, উপজেলা ও পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহমেদ ভুইয়া সভাপতিত্বে রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন এর সঞ্চালনায় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, সাবেক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বীতি, যুগ্ম সম্পাদক এড. মালেক মিন্টু প্রমুখ।
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন,আগামীদিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি, নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি। বিএনপি ক্ষমতায় এলে জনমানুষের মুখে হাসি ফোঁটানো হবে এজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নয়ন ও সমৃদ্ধশীল দেশ গঠনের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশকে উন্নয়ন, সমৃদ্ধশীল অর্থনীতি গঠনের প্রতিজ্ঞা নিয়ে দেশের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এগিয়ে যাচ্ছেন,ওয়াদুদ ভূইয়া আরো বলেন, গণমানুষের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণমানুষের প্রত্যাশা পূরণে অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবে বিএনপি। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা নাগরিক সেবাসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করবে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা।সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছে, লড়াই করেছে। বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী গুম হয়েছে, অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।তারপরও দেশের গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত ছিল। সমাবেশ শেষে রামগড়বাসীর কাছে ওয়াদুদ ভূইয়া ধানের শীষে ভোট চেয়েছেন এবং বিএনপিকে সার্বিকভাবে সহযোগিতা করার আহবান জানান।
এছাড়াও সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন অনিমেষ চাকমা রিংকু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুরব রাজা, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভূইয়া, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন ভূইয়া,পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সহ -সভাপতি সুজায়েত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ সহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি,ছাত্র দল, সেচ্চাসেবক দল, যুবদল,জিয়া পরিষদ, মহিলা দল, সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের পদস্থ নেতৃবৃন্দ কর্মীবৃন্দ রামগড়ের হাজার হাজার বিএনপির বিভিন্ন শ্রম ও পেশাজীবির গন মানুষ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply