ধারাবাহিক প্রতিবেদনে আজ প্রথম পর্ব
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মিরপুরে এ কে এম ওয়সি উদ্দিন ( ২৯ ) বাবা মারা`জান ১১ বছর আগে,মা মারা`জান ৮ বছর আগে
বীর মুক্তিযোদ্ধা এম এ জাফর বালী সাহেব ও মিসেস শিরিন আক্তার এর বড় ছেলে ওয়াসিউদ্দিন।প্রত্যেক বাবা-মায়েরই আশা থাকে আমার ছেলে মেয়ে বড় হয়ে ভালো কিছু করবে।
বাবার আশা ছিল ছেলে বড় হবে ভালো কিছু করবে তাই ছেলেকে পড়াশোনা করাচ্ছিলেন ইংলিশ মিডিয়ামে।
বাবার ভালো কিছু দেখা আর হলো না, বাবা চলে গেলেন পরপারে কিছুদিন পরে মা ও চলে গেলেন।
সেই ইংলিশ মিডিয়ামের সেই ছেলেটি পরিবর্তন হতে থাকলো।
আমি অনেক চেষ্টা করেছিলাম তাকে ভালো রাখার জন্য আমি ব্যর্থ হয়ে গেলাম।অনাকাঙ্ক্ষিত একটি ঝড় এসে আমার ভাগ্নেকে এবং তার পরিবারকে নিয়ে গেল আমার থেকে অনেক দূরে।
সেই ইংলিশ মিডিয়ামের ছেলেটি আজ এত ক্ষতিগ্রস্ত যে আমি সেটা বলে প্রকাশ করতে পারছি না, লজ্জা বোধ করছি।
শুধু এটাই বলবো সে আজ সঙ্গ দোষে, বাবা মায়ের রাখা অর্থ সম্পদ নষ্ট করেছে এবং নিজের ভবিষ্যৎ নষ্ট করেছে।
বর্তমানে ওয়াসিউদ্দিন ভয়ংকর নেশার জগতে।কিছুদিন পূর্বে ওয়াসিউদ্দিন কে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল তাতে কোন ভালো ফল হয়নি ফের ওখান থেকে বের হয়ে আরো বেপরোয়া জীবন যাপন করছে।আমি আপনাদের মাধ্যমে তার জন্য সহযোগিতা চাই সে আগের মত ভালো হয়ে যাক এটা আমি চাই। আমি আসা করি আপনারা সে জন্য সহযোগিতা করবেন।বলছিলেন ওয়াসিউদ্দিনের মামা সাখাওয়াত হোসেন।ওয়াসিউদ্দিন তার নিজ ফেসবুকে প্রকাশ করে তার মাদক সেবন ও যুবতী নারী সহ নানা অপকর্মের চিত্র।
Wow, wonderful weblog layout! How lengthy have you been running
a blog for? you made running a blog look easy. The entire look of your web site is excellent, let alone the
content material! You can see similar: sklep online and here
sklep internetowy