মোঃ মোশারফ হোসেন সেলিম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : আসন্ন বড়,দিন অনুষ্ঠান-২০২৩ উদযাপন উপলক্ষে পুলিশ সুপার মহোদয়ের সাথে বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ১৯ ডিসেম্বর ২০২৩খ্রি. রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান বড়দিন-২০২৩ উদযাপন উপলক্ষে বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম(বার) মহোদয়।
সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, আসন্ন বড়দিন অনুষ্ঠান-২০২৩ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা পুলিশ কর্তৃক যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় পুলিশ সুপার মহোদয় এবং গির্জার পরিচালকগণের মধ্যে আসন্ন বড়দিন অনুষ্ঠান-২০২৩ নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন গির্জার পরিচালকগণ সহ বড়দিন উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম