মোঃ মোশারফ হোসেন সেলিম রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : তফসিল ঘোষণা করার প্রতিবাদে, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘন্টার প্রথম দিনের হরতালে জনজীবন স্বাভাবিক রয়েছে রাঙামাটিতে। রবিবার সকাল থেকে শহরের একমাত্র গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে পরবিহনের সংখ্যা। শহরের দোকান ও মার্কেটগুলো খোলা রয়েছে।
অন্যদিকে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-বান্দরবান রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও রাঙামাটি-খাগড়াছড়ি রুটে বাস চলাচল করছে না। এই রুটের যাত্রীদের কাউন্টারে বসে থাকতেও দেখা গেছে। খাগড়াছড়ি রুটে বাস চলাচল না করায় যাত্রীরা পড়েছে বিপাকে। রাঙামাটি-চট্টগ্রাম রুটে বাস চলাচল করলেও যাত্রী সংখ্যা কম জানায় পরিবহন শ্রমিকরা।
যাত্রীরা জানায়, বান্দরবান রুটে বাস চলাচল করলেও খাগাড়ছড়ি রুটে সকাল থেকে বাস চলছে না।
অপরদিকে শহরের কোথায় হরতালের সমর্থনে বিএনপি-জামায়াতের কোনও নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। দলীয় কার্যালয়টিও তালা ঝুলানো। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রীলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের শহরের দোয়েল চত্তর এলাকায় অবস্থান নিতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের বাড়তি নজরদারি লক্ষ করা গেছে।
কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন জানান, সকাল থেকে শহরের যানচলাচল স্বাভাবিক রয়েছে। জনসাধারণের চলাচল রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম