বার্তা ডেক্স : মহাসমাবেশে হামলার প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে এই ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এই ঘোষণা দিয়ে মির্জা ফখরুল হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।
এসব ঘটনায় জনগণকে রুখে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণকে এসব প্রতিহত করার আহ্বান জানাচ্ছি।
আরো কর্মসূচির ঘোষণা আসছে উল্লেখ করে মহাসচিব বলেন, তার আগে আগামী রবিবার সকাল-সন্ধ্যা হরতাল, হরতাল, হরতাল জানিয়ে মঞ্চ ত্যাগ করেন মির্জা ফখরুল।
Leave a Reply