মোঃ মিন্টু শেখ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এর পর থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের নেতারা। শেখ হাসিনার দেশত্যাগের পর প্রথম কয়েকদিন ভিডিও বার্তা দেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। পরে অবশ্য তিনিও নীরব হয়ে যান।
এদিকে বেশ কিছু দিন নিষ্ক্রিয় থাকার পর আবার সক্রিয় হয়েছে আ.লীগের অফিসিয়াল ফেসবুক পেজটি। দলটির এ পেজ থেকে নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করে একটি নম্বর দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’
তথ্য বলছে নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে এ হোয়াটসঅ্যাপ নম্বরটির আগের নম্বর ছিল বাংলাদেশি- ০১৩১২১১১৯৭১। নম্বর দুটোতে কল দিয়ে কোনো সাড়া মেলেনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম