সিরাজগঞ্জ প্রতিনিধি : বছরের অন্যান্য সময় যমজদের সফলতা তেমন চোখে না পড়লেও পরীক্ষার রেজাল্ট ঘোষনা হলেই মিডিয়ায় পাওয়া যায় যমজ সন্তানদের বাজিমাত।
তেমনি এইচএসসি পরীক্ষায় সফলতার পরিচয় মেলে কলেজ শিক্ষকের ছেলে মুজাহিদ ও আরাফাতের কপালে।প্রাথমিক শিক্ষা সমাপণী,জেএসসি,এসএসসিতেও ছিল তাদের হার না মানা অদম্য কাহিনী।বরাবরের মত এবারেও ২ ভাই জিপিএ-৫ এর কৃতিত্ব অর্জন করেছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার কলেজ শিক্ষক শাহিনূল ইসলাম ও কামরুন্নাহার খাতুন দম্পতির সন্তান মুজাহিদ ও আরাফাত।দু'ভাই রায়গঞ্জের বেগম নুরুন্নাহার তর্কবাগীশ ডিগ্রী কলেজ হতে জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।তারা ২ ভাই ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়।
তারা জানায়,আমাদের সাফল্য কামনায় সকলের কাছে দোয়া কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম