সিরাজগঞ্জ প্রতিনিধি : বছরের অন্যান্য সময় যমজদের সফলতা তেমন চোখে না পড়লেও পরীক্ষার রেজাল্ট ঘোষনা হলেই মিডিয়ায় পাওয়া যায় যমজ সন্তানদের বাজিমাত।
তেমনি এইচএসসি পরীক্ষায় সফলতার পরিচয় মেলে কলেজ শিক্ষকের ছেলে মুজাহিদ ও আরাফাতের কপালে।প্রাথমিক শিক্ষা সমাপণী,জেএসসি,এসএসসিতেও ছিল তাদের হার না মানা অদম্য কাহিনী।বরাবরের মত এবারেও ২ ভাই জিপিএ-৫ এর কৃতিত্ব অর্জন করেছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগানবাড়ি এলাকার কলেজ শিক্ষক শাহিনূল ইসলাম ও কামরুন্নাহার খাতুন দম্পতির সন্তান মুজাহিদ ও আরাফাত।দু’ভাই রায়গঞ্জের বেগম নুরুন্নাহার তর্কবাগীশ ডিগ্রী কলেজ হতে জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।তারা ২ ভাই ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়।
তারা জানায়,আমাদের সাফল্য কামনায় সকলের কাছে দোয়া কামনা করছি।
Website Slot Online Server Thailand Terbaik Menyediakan Provider PG Soft untuk Permainan Slot Gacor Maxwin Mahjong Ways 1, 2, dan 3, dengan Bonus Event Scatter Hitam yang Sangat Populer di Indonesia. LINK DAFTAR/
Keep up the fantastic work! Kalorifer Sobası odun, kömür, pelet gibi yakıtlarla çalışan ve ısıtma işlevi gören bir soba türüdür. Kalorifer Sobası içindeki yakıtın yanmasıyla oluşan ısıyı doğrudan çevresine yayar ve aynı zamanda suyun ısınmasını sağlar.