জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ : গৌরব ও সাফল্যের সাথে সলঙ্গায় প্রাথমিক শিক্ষা বিস্তারে আলো ছড়াচ্ছে মোস্তফা প্রি-ক্যডেট স্কুল।অত্যাধুনিক,বিজ্ঞান ভিত্তিক ও প্রগতিশীল তথ্য সম্বলিত পাঠ্যক্রমের আলোকে পরিচালিত একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান।
সলঙ্গা থানা সদর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার দক্ষিনে অবস্থিত মোস্তফা প্রি-ক্যাডেট স্কুল।গাঢ়ুদহ নদীর কোল ঘেঁষে অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে ওঠা কচি কন্ঠের এই শিক্ষা প্রতিষ্ঠানটি।দীর্ঘ ১৭ বছর ধরে এলাকার অবহেলিত,শিক্ষাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বালাতে নিরলসভাবে কাজ করছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মোস্তফা জামান।এ স্কুলে প্লে-গ্রুপ হতে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।
শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস নেয়া হয়।প্রতিটি অধ্যায় শেষে মুল্যায়নসহ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা গ্রহন করা হয়।এ ছাড়াও ১ম সাময়িক,২য় সাময়িক ও বার্ষিক পরীক্ষার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই করা হয়।মেধা বিকাশের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষা সফর,বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,নামাজ শিক্ষা,সংস্কৃতি চর্চাসহ বিভিন্ন প্রতিযোগীতামুলক অনুষ্ঠান করা হয়।শিক্ষার্থীদের শীতকালীন ও গ্রীষ্মকালীন দৃষ্টিনন্দন ইউনিফর্ম রয়েছে।ফিঙ্গার মেশিন,প্রজেক্টর,সিসি ক্যামেরা,ইন্টারনেট টিভি,ল্যাপটপ/কম্পিউটার,এসি/ জেনারেটরসহ সহায়ক অন্যান্য সরঞ্জামাদি দ্বারা শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করা হয়।
কয়েকজন শিক্ষার্থীর (অভিভাবক) মায়েরা জানান,অধ্যক্ষ মোস্তফা জামানের নিষ্ঠা,সততা,নিরলস পরিশ্রম,দিক নির্দেশনা ও অন্যান্য স্টাফদের সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠানটিতে লেখাপড়ার মান খুবই ভালো।তারা জানান,আমাদের সন্তানেরা শুরু থেকে ৫ম শ্রেণি পর্যন্ত বরাবরই সুশিক্ষা অর্জন করে আসছে।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তফা জামান সাংবাদিকদের বলেন,সলঙ্গা এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো জ্বালাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।কচিকাচা শিশুদের পড়াতে আমার খুবই ভালো লাগে।
প্রতিষ্ঠানটির সফলতার কথা উল্লেখ করে তিনি জানান,২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগ পাশসহ জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে।২০১১ সাল হতে ২০২২ সাল পর্যন্ত মোট ৯৫ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।কোমলমতি শিশুদের সুস্থ্যতা,শারিরীক ও মানসিক বৃদ্ধিসহ “মোস্তফা প্রি- ক্যাডেট” স্কুলে ভর্তি নিশ্চিত করতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
Leave a Reply