নিজস্ব প্রতিনিধি : মিথ্যা সংবাদ পরিবেশন ও চাঁদা দাবীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ তৃনমুল গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশন।
১৭ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বাংলাদেশ তৃনমুল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এসময় তারা বলেন-গত ১২ আগষ্ট গাজীপুরের হোতা পাড়ায় অবস্থিত সাফা সোয়েটার লিঃ ২ এর শ্রমিকরা দুইদিন পূজার ছুটি চেয়ে আন্দোলন করে
এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
তখন শ্রমিকরা আমাদের সংগঠনের ভবানীপুর কার্যালয়ে সহযোগিতা চাইলে আমাদের সংগঠন মালিক পক্ষের সাথে মিমাংসা পূর্বক ১৪ অক্টোবর শ্রম আইনে ২৬ ধারায় ট্রার্মিনেশন বেনিফিট ভবানীপুরে অবস্থিত সাফারি পার্ক রেস্টুরেন্টে ৮৬ জন শ্রমিকের যাবতীয় পায়নাদি বুঝিয়ে দেয়,বাংলাদেশ তৃনমুল গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নেতৃবৃন্দ। বিষয়টি কে পূজি করে কিছু সাংবাদিক নিউজ প্রোর্টাল আমাদের সংগঠন এর নেতৃবৃন্দের কাছে চাঁদা দাবি করে।চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের সংগঠনের সুনাম নষ্ট করার হুমকি দেয়,এবং পরবর্তী বিভিন্ন পত্রিকা ও নিউজ পোর্টালে নিউজ করে। আমরা সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ তৃনমুল গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশন ও জাতীয় তৃনমুল শ্রমিক ফেডারেশন এর সভাপতি শামীম খান, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার ফরিন,সহসভাপতি শাহান শাহ,কার্যনির্বাহী সদস্য মোঃ বেলাল হোসেন,জাতীয় তৃনমুল শ্রমিক ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল,মিডিয়া বিষয়ক সম্পাদক সিদ্দিকুল ইসলাম রিপন,সহসাধারণ সম্পাদক সুরুজ মিয়া প্রমূখ।
Leave a Reply