আব্দুল আলিম,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় সাজানো ও মিথ্যা হত্যা মামলা দিয়ে একটি পরিবারকে হয়রানী করার অভিযোগ উঠেছে। মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর একমাস পর হত্যা মামলা রুজু করায় এমন মামলা নিয়ে এলাকায় তীব্র নিন্দা ও নানা গুঞ্জণের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, থানার হাটিকুমরুল ইউনিয়নের দাদনপুর গ্রামের ঘরজামাই আ: রাজ্জাকের ছেলে রাজু (২৯) এর সাথে একই গ্রামের আ: আলিমের ছেলে মামুন (রাব্বি) গত ২৮ জুলাই বিকেলে মোটর সাইকেল যোগে উল্লাপাড়ায় মোবাইল সারতে যায়।
ফেরার পথে রাত ৮ টার দিকে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের রানীনগর তেল পাম্পের কাছে ভ্যান গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত রাজু ও রাব্বিকে দ্রুত চিকিৎসার জন্য সিএনজি যোগে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের সিরিয়াল নং (২৪৫৪) রাজু এবং রাব্বি (২৪৫৫) বলে জানা যায়।
পরে রাজুর অবস্থার অবনতি হলে এ্যাম্বুলেন্স যোগে বগুড়া সজিমেক হাসাপাতালে নেয়ার পথে পাঁচলিয়া নামক স্থানে তার মৃত্যু হয়। তারপর মৃত ব্যক্তিকে বাড়িতে আনা হয়। সড়ক দুর্ঘটনায় রাজুর মৃত্যু হয়েছে এমন শোকসংবাদ মসজিদের মাইকে জানানো হয়। পরদিন সকাল ৯ টায় দাদনপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। ঘটনার প্রায় একমাস অতিবাহিত হওয়ার পর গত ৩ সেপ্টেম্বর মৃত রাজুর বাবা আ: রাজ্জাক একই গ্রামের প্রতিবেশী নিরীহ আ: আলিম লাবুর আহত ছেলে রাব্বি, রাব্বির বাবা ও চাচাকে আসামী করে সিরাজগঞ্জ কোর্টে সাজানো হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি সুষ্ঠ তদন্তের জন্য সিআইডি-সিরাজগঞ্জকে নির্দেশ দেন। স্থানীয়রা জানান, এক মাস পর হত্যা মামলা দায়ের করা আমাদের বোধগম্য নয়। হয়ত এটি সাজানো ও হয়রানী মুলক ঘটনা। হত্যার ঘটনা কেউ বলতে পারে না। গ্রাম প্রধান ছানাউল্লাহ বলেন, হত্যা মামলা হয়েছে শুনেছি।
তবে কখন কোথায় হয়েছো এমন কিছু জানি না। এদিকে মামলার মানীত স্বাক্ষী বাদীর স্ত্রী আম্বিয়া,পুত্রবধু কুলসুম,শ্যালিকা শিউলি ছাড়া ছাড়া অন্য কেউ নাই। এ বিষয়ে জানতে গেলে বাদী পলাতক হয় আর স্বাক্ষীরা মুখ খুলতে নারাজ। ঘটনার বিষয়ে ৫ নং ওয়ার্ডের মেম্বর মইন উদ্দিন কিছুই জানেন না বলে জানান।এ বিষয়ে হাটিকুমরুল ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা বলেন, মামলাটি হয়ত পরিকল্পিত, সামাজিক ভাবে হয়রানী করার জন্য মামলা দায়ের করেছে আমি ধারনা করছি।
Leave a Reply