মিজানুর রহমান গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আছফিয়া খাতুন (৩) নামের এক শিশু মায়ের সঙ্গে নানার বাড়িতে যাচ্ছিলো। পথিমধ্যে একটি সিএনজির ধাক্কায় ঘটনা স্থলে নিহত হয়।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নাকাইহাট সড়কের পাকুড়ীভিটা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছফিয়া খাতুন উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আনিছুর রহমানের মেয়ে।
স্বজনরা জানায়, ওই সময় শিশুটি তার মায়ের সঙ্গে নাকাই ইউনিয়নের পগোইল গ্রামের নানার বাড়িতে রওনা হয়। এরই মধ্যে পাকুড়ীভিটা নামকস্থানে পৌঁছালে অপর একটি চলন্ত সিএনজি তাকে ধাক্কায় দেয়। এতে মারাত্নক আহত হয়ে ঘটনা স্থলে আছফিয়া মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, পাকুড়ীভিটা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম