নওগাঁর মান্দায় ভোগদখলীয় জমির বিভিন্ন প্রজাতি গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার বিকেলে উপজেলার চকমোনসুব গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় বৃহস্পতিবার প্রতিপক্ষের পাঁচজনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী আবদুস সামাদ প্রামাণিক বলেন, বিনিময় সূত্রে চকমোনসুব মৌজায় ৪ শতক জমির মালিকানা লাভ করে ভোগদখল করে আসছিলেন। এরপর ওই জমিতে দেড় বছর আগে তিনি মেহগনি, ইউক্যালিপটাস ও কলাগাছ রোপণ করেন। হঠাৎ করেই বুধবার বিকেলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে ওই বাগানের সমুদয় গাছ কেটে সাবাড় করে দেন।
আব্দুস সামাদ অভিযোগ করে বলেন, বেশকিছু দিন প্রতিপক্ষের তাবারক হোসেন ও মোবারক হোসেনসহ তাদের সহযোগীরা ৫০ হাজার টাকা দাবি করে আসছিল। তাদের দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় বাগানের গাছগুলো কেটে সাবাড় করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে তাবারক হোসেনের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম