মানিকগঞ্জের দৌলতপুরে ৪৯ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে উপজেলার দৌলতপুর পিএস উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মানিকগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এ.এম নাইমুর রহমান দুর্জয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-দৌলতপুর থানা ইনচার্জ ওসি মোঃ জাকারিয়া হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আবুল। এসময় আরো উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,কৃষকলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা, যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান টিটু প্রমুখ।
খেলায় ফুটবল, কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বালিকা বিভাগে পিএস উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপর খেলায় বালক বিভাগে পিএসকে উচ্চ বিদ্যালয়কে হারিয়ে কাকনা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
Leave a Reply