মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত কার্যক্রমের অংশ হিসেবে চলতি অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলার পরিষদের পুকুর ও সরকারি খাস জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসানের সভাপতিত্বে মাছের পোনা অবমুক্ত করা হয়।
প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন জেলা মৎস্য অফিসার মোঃ সাইফুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ ফরিদ হোসেন, মানিকগঞ্জ সদর খাবার ব্যবস্তাপক, উপজেলা প্রেসক্লাবের সদস্য মামুন আব্দুল্লাহ, মতিলাল ডিগ্রি কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শাওন প্রমূখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন জানান উপজেলার বিভিন্ন জলাশয়সহ উপজেলা পরিষদের পুকুরে ২৪০ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম