জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহামদ ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার নেতৃত্বে ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (৯ আগষ্ট) দুপুরের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এমপি বেনজির আহামদ ও মেয়র গোলাম কবির মোল্লা দলীয় নেতাকর্মী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও পৌর কাউন্সিলরদের নিয়ে মাজার জিয়ারত করেন। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে মাজার জিয়ারত ও মোনাজাতে এমপি বেনজীর ও মেয়র এবং ধামরাইয়ের সফর সঙ্গীরা অংশ নেন। এদিকে এমপি ও মেয়র সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। মাজার চত্বরে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনায়ও অংশ নেন।
এ সময় সঙ্গে ছিলেন- ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান মিজান,আওয়ামীলীগ নেতা আব্দুল আলিম খান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড,সোহানা জেসমিন মুক্তা, চৌহাট ইউপি চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, বালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন, সোমভাগ ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, যুবলীগ নেতা হাফিজুর রহমান হ্যাপি, এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম