স্টাফ রিপোর্টার : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নব নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর সিটি পরিষদ ও নগরবাসীর সহযোগিতা নিয়ে আগামী ৫ বছর নগরীর বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর চেষ্টা করবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর অত্যন্ত খুশী। আমার উপর আস্থা রাখায় তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেছেন, যে দলের প্রার্থীই নির্বাচিত হোক না কেন, উন্নয়নের ধারা অব্যহত থাকবে। তিনি আমার চাহিদাঅনুযায়ী বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছেন। তাই তার মাধ্যমেই রংপুর নগরীর বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর চেষ্টা করবো।
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহণ করে ফিরে আসলে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে নগরীর প্রবেশদ্বার দমদমা এলাকায় ফুলেল শুভেচ্ছা জানান। পরে মোটর সাইকেল শোভাযাত্রাসহ বিশাল গাড়ি বহর নিয়ে তাকে নগরীতে প্রবেশ করেন। এসময় নিজের কনিষ্ঠ কন্যাকে সাথে নিয়ে গাড়ির খোলা হুডে দাড়িয়ে নগরবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
মোস্তফা বলেন, নগরবাসীর আস্থার মান রক্ষার চেষ্টা করবো। আমি মনে করি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি আরও সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো। বিগত মেয়র যে সব কাজ বুঝতে দেরি হয়েছে, সেসব কাজ বাস্তবায়ন করতে এখন সময় লাগবে না।
তিনি বলেন, নগরীর উন্নয়নের জন্য আমি এক হাজার ৬৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। চিকলী পার্কের জন্য ৪৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প জমা য়ো হয়েছে। শ্যামাসুন্দরী খালের উন্নয়ন নিয়েও একটি প্রকল্প জমা দিয়েছি। বিগত সময়ে করোনার জন্য শ্যামাসুন্দরী খালের উন্নয়ন করা সম্ভব হয়নি। এবার বিভাগীয় প্রশাসনের সাথে সেতু বন্ধনের মাধ্যমে আমরা শ্যামাসুন্দরী খালের উন্নয়ন করবো।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ মহানগর ও জেলা জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম