নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানীর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের চাকরির দেওয়ার কথা বলে( ১৪)চৌদ্দ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী রবীন্দ্রনাথ নামে এক ব্যাক্তি।
শনিবার (১৯ নভেম্বর) সকালে তিনি একটি লিখিত অভিযোগ পত্র দাখিল করেন। যাহার অনুলিপি বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ জেলা শাখা, বিভাগীয় শাখা এবং কেন্দ্রীয় কমিটির কাছে প্রদান করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিল্পী রানী রায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নানান অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। তিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে ভুক্তভোগী রবীন্দ্রনিথের কাছ থেকে ২ বছর আগে দফায় দফায় মোট চৌদ্দ লাখ হাতিয়ে নেয়।পরবর্তীতে চাকরি দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলে ভুক্তভোগী রবীন্দ্রনাথ মহিলা আওয়ামী লীগের সভাপতি শিল্পী রানীকে টাকার কথা বললে বিভিন্ন ঢালবাহানা শুরু করে দেয়।
রবীন্দ্রনাথ অভিযোগ করে আরও বলেন, শিল্পী রানী আমার দুঃসম্পর্কের আত্মীয়। তিনি একদিন হঠাৎ আমার বাসায় এসে বাংলাদেশ ব্যাংকে চাকুরী পাইয়ে দিবে বলে জানান। বর্তমান বাজারে চাকুরী সোনার হরিণ ভেবে তার দেয়া প্রস্তাবে রাজি হয়ে যাই। আবাদী জমি, বকনা গরু সহ অন্যান্য সাংসারিক জিনিস পত্র বিক্রয় করে তাকে ১৪ চৌদ্দ লক্ষ টাকা প্রদান করি।
তার দেয়া একাধিকবার সময় পেরিয়ে গেলে ও চাকুরীর কোন খবর নাই।
এ বিষয়ে শিল্পী রানীর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার বাসায় বসে চাকুরীর ১৪ চৌদ্দ লক্ষ টাকা লেন দেন হয়েছে কিন্ত আমি কোন টাকা আত্মসাৎ করি নাই। সব টাকা ঢাকার এক ভাইয়ের কাছে আছে।
উপজেলা আওয়ামী'র সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বলেন, বিষয়টি আমি জানি এবং গত ১২ নভেম্বর উভয়পক্ষকে নিয়ে পার্টি অফিসে বসেছিলাম। তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইতিমধ্যে উপজেলা আওয়ামী সভাপতি/সম্পাদক বরাবর রবীন্দ্রনাথ একটি লিখিত অভিযোগ করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম