টাঙ্গাইল জেলা প্রতিনিধি : অতন্ত উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের মধুপুর উপজেলার খ্রিষ্টান আদিবাসী সম্প্রদায়ের বড়দিন উদযাপন হয়েছে।
মধুপুর গড়ের বিভিন্ন এলাকায় খ্রিষ্টান ধর্মের আদিবাসী সম্প্রদায়ের লোকজন সকাল থেকেই যিশুখ্রীষ্টের দরবারে প্রার্থনা শুরু করেন। গির্জায় গির্জায় ফাদাররা আলোচনা করেন। খ্রিষ্টান আদিবাসীদের জীবনযাত্রার সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। সততা একতা সর্বোপরি যিশুখ্রীষ্টের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে বলেন।
চার্চের প্রতি সম্মান এবং সকলের সহযোগিতা কামনা করেন। মধুপুরের মোমিনপুর ব্যাপ্টিষ্ট চার্চের ধর্মযাযক প্রদীপ সাংসা বলেছেন সকল ধর্মের লোকদের সাথে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক বজায় রাখতে খ্রিষ্টান আদিবাসী গাড়ো সম্প্রদায় সবসময় সচেতন। সমাজে শান্তি শৃংখলা বজায় রেখে আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য চলমান থাকবে। আদিবাসী তরুন তরুণী সব সকল বয়সের খ্রিষ্টানরা গানবাজনা, নৃত্য পরিবেশনের পর একত্রে বসে ভোজন করেন।
এদিকে মালাইত চার্চের ফাদার সুবাস আদম পেরেরা সিএচসি বলেছেন খ্রিষ্টান ধর্ম শান্তিতে বিশ্বাসী । জগতে শান্তি বজায় রাখতে যুগ যুগ ধরে চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি খ্রিষ্টান আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম