ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে দুমকি উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার ও সদস্য সচিব মো. সুমন শরীফের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ‘ভোলায় পুলিশ পরিকল্পিতভাবে বিএনপি’র মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ দিয়ে হামলা-মামলা-গুম করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরানো যাবে না। অচিরেই দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সব অনাচারের বিচার এই দেশেই হবে এবং ন্যায় প্রতিষ্ঠিত হবেই।
উল্লেখ্য, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার দাবিতে রোববার ভোলা সদর উপজেলায় বিক্ষোভ সমাবেশ ডেকেছিল বিএনপি। সেখানে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে একজন নিহত হন।
Leave a Reply