ডলারের বাজারের অস্থিরতার’ কারণ দেখিয়ে দেশে সয়াবিন এবং পামওয়েলের দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২৩ আগস্ট) থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
এখন থেকে ১৯২ টাকায় বোতলজাত তেলের লিটার বিক্রি হবে। অন্যদিকে এক লিটার খোলা তেল বিক্রি হবে ১৭৫ টাকায়। পাঁচ লিটারের বোতল ৯৪৫ টাকা। পামওয়েল এক লিটার ১৪৫ টাকা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা মঙ্গলবার দুপুরে দেশ টিভিকে জানান, বেশ কয়েক দিন আগেই তারা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন বাণিজ্য মন্ত্রণালয়কে। সেটি আজকে থেকে কার্যকরের ঘোষণা এসেছে।
নুরুল ইসলাম মুঠোফোনে দৈনিক সময়ের আলো ২৪ কে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম কমায় আমরা দেশে আগে তো দাম কমিয়েছিলাম। এখন ডলারের দাম বেশি। ব্যাংকে আমরা পাচ্ছি না। সেজন্য দাম বাড়াতে হয়েছে। সরকারি রেটে যদি আমরা পেতাম, তাহলে বাড়াতে হতো না।’
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গত ৩ তারিখে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে দাম সমন্বয়ের প্রস্তাব পাঠানো হয়। এরপর ১৭ আগস্ট ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম