ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক হাজার পাঁচ পিস ইয়াবাসহ সুমন শেখ ওরফে মহসিন (৩০) নামে এক ব্যক্তিকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি মাদক বিক্রেতা বলে দাবি পুলিশের।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এসব কথা জানান।
এর আগে সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া নামক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক সুমন শেখ একই গ্রামের চান্দু শেখের ছেলে বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ইয়াবাসহ আটক সুমনের বিরুদ্ধে ভাঙ্গা থানায় এসআই আব্দুল রহিম মিয়া বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম