ফরিদপুরের ভাঙ্গা পৌর ভবন চৌরাস্তার সামনের চোকদার হোটেল থেকে ৫০কেজি পচা মহিষের মাংস উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত টিম। এসময় ঐ মাংস সরবরাহ করার অভিযোগে জাহিদ নামের এক যুবককে ১৪ হাজার টাকা জরিমানা করেছে। ১২ আগষ্ট রাত ১২দিকে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।
অভিযোগ রয়েছে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই ভাঙ্গা ভিআইপি এলাকার বনে যাওয়ার সুবাদে একের পর এক হোটেল গড়ে উঠছে শহরের হাইওয়ে সড়কের পাশে। পদ্মা সেতু দেখার পর দেশের প্রথম এক্সপ্রেস ওয়ে ভাংগা শহর দেখতে আসছেন দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার পরিবার।
প্রতিনিয়ত মানুষের বিশেষ চাপ থাকায় রাতদিন দুটি শিপটে হোটেলগুলো খোলা রাখা হয়। যেখানে হাইওয়ের নতুন থানার সামনে প্রতিদিন সকল শ্রেণীর ও পেশার মানুষ সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার খেয়ে ঘরে ফিরে থাকেন।
কিন্ত কেউ জানে না তাদের কি খাবার সামনে দেওয়া হচ্ছে? এভাবেই অসাধু কিছু ব্যবসায়ীরা জনগনের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি বিভিন্ন রোগের আলামতের খাবার নিয়মিত পরিবেশন করে আসছে। লোকচক্ষুর অগচরে গড়ে দুই থেকে তিন লক্ষাধিক টাকা বেচাকেনা হয়ে থাকে নামমাত্র পরিছন্ন এসব হোটেলগুলতে।
এছাড়া অপধকারীদের জরিমানা শুধু নয় এমন অপরাধীদের বিরুদ্ধে সাজাও সমিচিন বলে মনে করছেন নাগরিক সমাজ। কারন আজ এখানে জরিমানা দিয়ে কাল হয়ত অন্য কোন যায়গায় একইভাবে প্রতারণার ব্যবসা করবে বলে মনে করেন অভিজ্ঞ মহল।
সচেতন নাগরিক সমাজের দাবী পৌর এলাকাজুড়ে এমন হোটেলগুলো সহসায় গড়ে উঠছে। ভ্রাম্যমাণ আদালত এভাবে আরও তল্লাসি করে তাহলে অনেক কিছুই উঠে আসবে সরেজমিনে।
Leave a Reply