ফরিদপুর ভাঙ্গার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে আপন ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের কারনে চাচাতো ভাইয়ের ঘরে রাতের অন্ধকারে ভয়াবহ আগুন লাগিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে। আপন দুই ভাই হাফিজুর ও শহিদুলের মধ্যে জায়গা জমি নিয়ে ঝগড়া বিবাদ হলে, শাহজাহান মাতুব্বরসহ উপস্থিত এলাকার লোকজন মিমাংসা করে দেন। মিমাংসাতে হাফিজুর মাতুব্বর সন্তুষ্ট না হয়ে পরবর্তীতে ক্ষোপ প্রকাশ করেন। উপস্থিত জনতার মাঝে হাফিজুর মাতুব্বর বলতে থাকেন তোদের ঘরে আমি আগুন লাগিয়ে দিবো। ঠিক তেমনটাই করেছেন বলে এলাকার লোকজন অভিযোগ করেন।
শাহজাহান মাতুব্বর বলেন, আমি পেশায় একজন কৃষক এবং গরিব মানুষ। হাফিজুর এবং শহিদুল আমার চাচাতো ভাই, ওদের দুই ভাইয়ের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝগড়া হলে আমি ওদেরকে মিমাংসা করে দেই যাতে ঝগড়া-ঝাটি না থাকে। আমার সাথে এলাকার অনেক মুরুব্বিয়ানরাও ছিলেন মিমাংসার সময়। গতকাল রাতে হঠাৎ আমার পাটের গুদামের ঘরে আগুন দেখতে পাই, আমি দৌড় দিয়ে বের হয়ে দেখি হাফিজুর মাতুব্বর আগুন ধরাচ্ছে। তাৎক্ষণাৎ আমি আগুন বলে চিৎকার করতে করতে আগুন ছড়িয়ে পরে। আমার চিৎকার শুনে বাড়ির লোকজন বেরিয়ে আসে এবং ফায়ার সার্ভিসে ফোন দেয়। পরবর্তীতে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে আমার প্রায় দশ থেকে বার লক্ষ টাকার ক্ষতি হয়েছে, আশি মন পাট, পঁচিশ মন পিয়াজ, ত্রিশটি ফলের গাছ, ২০০টির মত মুরগি ও হাঁস(পুড়ে কালো হয়েছে ) ০১টি পাওয়ার টিলার,একটি সেলো মেশিন, একটি পাটের গুদাম টিনের বারান্দাসহ, চারটি মুরগীর খোপ এবং একটি বিদ্যুৎতিক মিটারসহ ইত্যাদি। আমার এই সম্ভলগুলোই ছিল এখন আমি কোথায় যাবো। আমিতো একেবারেই অসহায় হয়ে পরলাম। আমি সরকারসহ প্রশাসনের কাছে এর কঠিন বিচার দাবি করছি।
হাফিজুর মাতুব্বরের আপন বড় ভাই শহিদুল মাতুব্বর বলেন, আমার ছোট ভাই হাফিজুর ঘরে আগুন দিয়েছে এবং আমার মা উস্কানি দিয়েছে। এর আগেও একবার অন্যের ঘরে আগুন দিয়েছিল। আপনাদের কাছে বিচার চাই যেন এই রকম নেক্কারজনক ঘটনা আর না ঘটে।
হাফিজুর মাতুব্বরের স্ত্রী রিপা বলেন, গতকাল ঝগড়ার সময় আমার স্বামী বলছে আমি জ্বালিয়ে দিবো পুড়িয়ে দিবো। গতকাল রাত ৯টার পর থেকে আমার স্বামী বাড়িতে নাই। রাতে ও আসেই নাই। এখন কোথায় আছে আমি জানিনা।
এলাকাবাসী বলেন, এই রকম ঘটনা হাফিজুর আগেও ঘটিয়েছে। কারোসাথে ঝগড়া লাগলে ঘরবাড়ি সহ ফসলেও আগুন ধরিয়ে দেয়। আমার একটা সুষ্ঠু বিচার চাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম