মোঃ সুমন মোল্লা স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় চিকিৎসকের অবহেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত সোহেল শেখ(২৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি পাশ্ববর্তী গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের আলীপুর গ্রামে।সে উক্ত গ্রামের হাবিব শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে,সোহেল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তার পরিবারের লোকজন তাকে গতকাল সোমবার সকাল সাড়ে দশটার সময় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।পরিবারের অভিযোগ,ভর্তির পর থেকে ক্রমশই রোগীর অবস্থা অবনতি হতে থাকে। একপর্যায়ে গতকাল রাতে তার শারীরিক অবস্থা আশংকা জনক হলে কর্তব্যরত ডাক্তার শাদনান সাকিবকে বার-বার বিষয়টি অবগত করলেও তিনি কোন গুরুত্ব দেননি এমনকি পাশের কক্ষে থাকলে তিনি রোগিকে দেখতে আসেন নাই। যারফলে মঙ্গলবার সকালে সোহেলর মৃত্যু হয়।
এমৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরা ডাক্তারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন। রোগীর স্বজনরা বলেন তার অবস্থার অবনতি হলেও অন্যত্র রেফার্ড করারও কোন ব্যবস্থা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
এবিসয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্রী তরুণ কুমার পাল বলেন বিষয়টি আমি জেনেছি এবং পরিবারের পক্ষ থেকে কর্তব্যরত ডাক্তারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পেয়েছি। এবিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হবে।তদন্তে ডাক্তারের অবহেলার অভিযোগ প্রমাণিত হলে কর্তব্যরত ডাক্তারের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Wow, marvelous weblog format! How long have
you ever been running a blog for? you make running a blog look easy.
The total glance of your web site is great, as smartly as the content!
You can see similar: dobry sklep and here sklep internetowy