মোঃ সুমন মোল্লা স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আন্তজেলার তিন ডাকাতকে গণধোলাইয়ের পর উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ডাকাতরা হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া এলাকার শাহীন আলম মানিক(২২), নোয়াখালী এলাকার আলী আকবর (২৫) ও ভাঙ্গা উপজেলার পড়ারণ গ্রামের দেলোয়ার খন্দকার(৩০)।
বৃহস্পতিবার রাত তিনটার সময় ডাকাতিকালে অন্য এলাকা থেকে ধাওয়া খেয়ে কাউলিবেড়া ইউপির লোচনগঞ্জ বাজারে পৌছলে জনতা তাদের ধাওয়া করে আটক করে।
পুলিশ সূত্রে জানাযায়, পার্শ্ববর্তী এলাকার দশহাজার গ্রামে ডাকাত দলটি একটি প্রাইভেট কার নিয়ে ওই এলাকায় ডাকাতের প্রস্তুতি নিচ্ছিলেন। ওখানের জনসাধারণের ধাওয়া খেয়ে এরা ভাঙ্গা উপজেলার লোচনগঞ্জ এলাকায় ঢুকে পড়ে। লোচণগঞ্জ এলাকার জনসাধারণ ওদের ধাওয়া করে তিনজনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে ভাংগা থানা পুলিশ তিন ডাকাতকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, উদ্ধারকৃত ডাকাত দল এরা আন্তজেলার ডাকাত দলের সদস্য। এদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন জেলার ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। এবং ভাঙ্গা উপজেলার দেলোয়ার খন্দকারের নামে দুটি ওয়ারেন্ট, দস্যুতা,ডাকাতের প্রস্তুতি সহ চারটি মামলা রয়েছে। প্রাইভেটকার কে জনগণ পানির মধ্যে ফেলে দেয়। প্রাইভেট কারের নম্বর জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম