স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কে এই সেলিম মোল্লা বৈষম্য বিরোধী ছাত্র হত্যা সহ সাতটি মামলার আসামি এখনো গ্রেফতার হচ্ছে না জানায় উত্তরাবাসী।
৫ আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বুকে গুলি করে তাজা প্রাণ নিয়েছে যাঁরা,তাদের কে চিন্হিত করে ২১৫ জনের নামে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের হয় -সেই মামলার ১৩৭ নং আসামি সেলিম মোল্লা।
ছাত্র হত্যা মামলার ১৩৭ আসামি মোহাম্মদ সেলিম মোল্লা বয়স(৪৫) পিতাঃ শফিউদ্দিন মোল্লা - সেলিম মোল্লা উত্তরা ১৩ নং সেক্টরের ভাড়াটিয়া, গ্রামের বাড়ি গোপালগঞ্জ কাশিয়ানি।
গোপালগঞ্জের কে সেই সেলিম মোল্লা তার নামে উত্তরা তুরাগে ও কোর্টে একাধিক মামলা চলমান রয়েছে,বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা, মাদক ব্যাবসায়ী নারী কেলেঙ্কারি, চেকের মামলাসহ ৭ টি মামলা রয়েছে তার নামে জানা যায়।
রাজধানীর তুরাগ থানায় একটি মাদক মামলা রয়েছেন মামলা নং -০৭ /২/২১ ইয়াবাসহ গ্রেপ্তার হন সেলিম মোল্লা পাকুরিয়া এলাকা হতে।
বৈষম্য বিরোধী ছাত্র হত্যার ৩৭ নম্বর আসামি সেলিম মোল্লা বাদী হয়ে কোর্টে সি,আর মামলা করেন মোঃ কেরামত আলী সেলিম মিয়া বাদী হয়ে দুইটি মামলা করেন প্রথম মামলা নং ৭২/২০২০ ২য় মামলা নং ১০৭/১১৭/২০২০।
সানজিদা আক্তার নিপু বাদী হয়ে নারী কেলেঙ্কারি বিষয় নিয়ে মামলা করে কোর্টে মামলা নং ০২/২১ সব মামলা গুলো চলমান রয়েছে, সেলিম মোল্লা জামিনে এসেছে সকল প্রতারণা অপকর্ম করেই যাচ্ছেন জানা যায়। টুংগীপাড়া গোলাপগঞ্জের সেলিম মোল্লা আওয়ামী লীগের সরকারের সময় ১৬ বছর ক্ষমতা অপব্যবহার করে মরিয়া হয়ে উঠেন এবং উত্তরা তুরাগবাসীর সাথে প্রতারণা করেন।
সেলিম মোল্লা জমি ক্রয় করেন নলভোগ এর সন্মানিত ব্যবসায়ী মোঃ সেলিম মিয়ার কাজ থেকে। ব্যবসায়িক নেনদেন বিষয় অস্বীকার করাতে সেলিম মিয়া,বাদী হয়ে সেই টাকার জন্য সেলিম মোল্লা নামে,দুইটি কোর্টে মামলা করেন, এখন মামলাটি চলমান রয়েছে কোর্টে।সেলিম মোল্লা বাড়ি নির্মাণ করেছেন দিনমজুর লেবার দের টাকা না দিয়ে হুমকি ধামকি দিয়েছেন অভিযোগ পাওয়া যায়। গোপালগঞ্জের ক্ষমতা ব্যবহার করে উত্তরা তুরাগে নৈরাজ্য কায়েম নাশকতা করেছেন জানা যায়।
এই সেলিম মোল্লা বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতার থাকাকালীন , গোপালগঞ্জের নাম ভাঙ্গিয়ে, মাদক ব্যাবসা, জমি দখল, নারী কেলেঙ্কারিসহ, অসহায় মানুষের টাকা আত্মসাত করাসহ সকল প্রকার অপকর্ম করেছেন বলে অভিযোগ উঠেছেন।আওয়ামী লীগ সরকারের নাম ভাঙ্গিয়ে গোলাপগঞ্জের পরিচয় দিয়ে হয়েছে আঙ্গুল ফুলে কলাগাছ,গড়ে তুলেছেন উত্তরাসহ বিভিন্ন জায়গায় বিলাস ভবন বাড়ি গাড়ি জমি।
সেলিম মোল্লার অপকর্ম নিয়ে একাধিক গণমাধ্যমে নিউজ প্রকাশ হলেও, দাপোটে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলছেন ভুক্তভোগী পরিবার।উত্তরা ও তুরাগবাসী এবং ভুক্তভোগীদের দাবি এখন সময় এসেছে সেলিম মোল্লা মতন স্বৈরাচারদের বিচার করার।
অতি দূরত্ব সেলিম মোল্লাকে খুঁজে আটক করে আইনের আওতায় এনে, পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন প্রশাসনের প্রতি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম