আব্দুল আলিম সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী তামাই সমাজ কল্যান সংস্থার সম্মানিত সদস্য সদ্যপ্রয়াত হাজী দুলাল হোসেন খান ও আবু চান মন্টু প্রামানিক সহ প্রয়াত বন্ধু ও সদস্যগনের রুহের মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ২১ জুলাই তামাই প্রভাকর বিদ্যানিকেতন স্কুল মাঠে তামাই সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে কুরআন শরিফ খতম করে সকল প্রয়াত সদস্যগনের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সমাজ কল্যান সংস্থার সভাপতি এস এম আব্দুল্লাহ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বনানী থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা মীর মোশারফ হোসেন।
এসময় প্রধান অতিথি তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন তামাই সমাজ কল্যাণ সংস্থার প্রয়াত সদস্যদের অকাল মৃত্যুতে শোকাভিভূত প্রকাশ করেন, সেই সাথে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি আরও বলেন কিছু দিন আগেও তাদের সাথে বসে কথা বলেছি কিন্তু আজ তারা নেই, আমরাও এক সময় থাকবো না। তাই আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলই সমাজ কল্যানে মানব সেবায় নিয়োজিত থাকার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সোলাইমান হোসেন মোল্লা, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, সাবেক চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাসানী, তামাই সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, প্রভাকর বিদ্যানিকেতন স্কুলের প্রিন্সিপাল মাহমুদুল হাসান দুলদুল, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ অত্র সংগঠনের সকল সদস্য ও এত্র গ্রামের ময়মুরুব্বি ও বিশিষ্ট সমাজ সেবকগন উপস্থিত ছিলেন।
Leave a Reply