আব্দুল আলিম সিরাজগঞ্জ প্রতিনিধি : ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে সুফলভোগিদের মাঝে মৎস্য দপ্তরের আয়োজনে ১৬ টি বকনা বাছুর, উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ণ প্রকল্পের ঘর প্রাপ্তদের মাঝে ৪৫টি চরকা মেশিন, ৬ টি ইউনিয়নে ৬ টি কম্পিউটার ল্যাবটোব, ড্রাইবিং লাইসেন্স ও মশা নিধন ফগার মেশিন বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
সোমবার সকালে ১১ মার্চ বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা হলরুমে, উপজেলার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে রোমজান মাস উপলক্ষে করণীয় ও বর্জনীয় বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা তুলে ধরে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা ভূমি কমিশনার শিবানী সরকার, বেলকুচি উপজেলা চেয়ারম্যান প্যানেল ১ রত্না হান্নান, বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান মির্জা সোলায়মান হোসেন, ৩নং ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়া, ৫ নং বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্ম কর্তা হাসনাত জাহান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্ম কর্তা ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম