আব্দুল আলিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ "স্মার্ম যুব, সমৃদ্ধ দেশ" "বঙ্গবন্ধুর বাংলাদেিশ এই স্লোগানে আজ সামনে রেখে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে, অত্র উপজেলা রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে, ০১ মাস ব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সমানী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক সিরাজগঞ্জ।
সোমবার (১১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা চত্বরে বৈশাখী মঞ্চে এ সমাপনী অনুষ্ঠানে উপজেলার ২০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রত্না বেগম, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম