গত ০১/০৯/২০২২ খ্রিষ্টাব্দ, রোজ: বৃহস্পতিবার ; সকাল সাড়ে ১০ টায় দেশব্যাপী খরা ও অনাবৃষ্টির কারণে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য দু'আর উদ্দেশ্যে
আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মুহাম্মদ নাজিম উদ্দিনের উদ্যোগে এবং আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে 'সালাতুল ইস্তিস্কা'
তথা বৃষ্টির প্রার্থনার বিশেষ নামাজের ব্যবস্থা করা হয়েছে।
এই সময় আধুনগর ইসলামীয়া কামিল মাদ্রাসায় সকল শিক্ষক, কর্মচারী, ছাত্র, ও এলাকার মুসল্লীদের নিয়ে সালাতুল ইস্তিস্কা' নামাজ আরম্ভ হই।
এই সময় বৃষ্টি প্রর্থনার জন্য বাংলাদেশ সহ সকল প্রান্তিক অঞ্চলে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। উক্ত নামাজের ইমামতি ও দোয়া পরিচালা করেন উক্ত কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, জনাব মাওলানা ওসমান গণি।
উপস্থিত ছিলেন উক্ত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, আবু মুসা মোঃ খালেদ জামিল। ও এলাকার সম্মানিত চেয়ারম্যান, মেম্বার, সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
নামাজ শেষ হতে না হতে আল্লাহ তায়ালার হুকুমে বৃষ্টি আরম্ভ হয়েছে। গতকাল ও আজ চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন এলাকায় আল্লাহর হুকুমে বৃষ্টি আরম্ভ হয়েছে।
আল্লাহ তায়ালায় অসীম দয়ায় বৃষ্টি আরম্ভ হওয়াতে উক্ত মাদ্রাসায় শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী সহ সকল মহলের মাঝে আনন্দের অনুভূতি প্রকাশ পায়। এবং এলাকাবাসী সহ সকলে মাহান আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে। এটি ছিল মহান সৃষ্টিকর্তার ডাকে নিরাশ না হওয়ার একমাত্র প্রমাণ। এর থেকে শিক্ষা নিয়ে সকলকে আল্লাহর মহান ডাকে সাড়া দেওয়া ও সকলকে দ্বীন ইসলামের পথে এগিয়ে আসার এক অনন্ত দৃষ্টান্ত।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম