তৌহিদুল ইসলাম সরকার ময়মনসিংহ প্রতিনিধি: ২৬ মার্চ-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে, ময়মনসিংহের-নান্দাইলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত রবিবার দুপুর ১২:টায় চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে, নান্দাইল উপজেলার ২ শত ৬২ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে: সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এসময় বীরমুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের বিছানার চাদর এবং খেজুর প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল হক ফকির প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম