বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত সুজন চন্দ্র রায় সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত যতিন্দ্রনাথ রায়ের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ নভেম্বর-২০২৩) সন্ধ্যায় উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে ঐ মাদককারবারির বাড়িতে অভিযান চালায় ডিএনসি জেলা কার্যালয়ের একটি টিম।এসময় ডিএনসির সদস্যরা ট্রাঙ্কের ভিতর থেকে কৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজাসহ মাদককারবারি সুজন চন্দ্র রায়কে আটক করা হয়।
এ ঘটনায় ডিএনসির উপস্থিতি টের পেয়ে পালিয়েছে সহযোগী মাজেদুল ইসলাম।
তারা দুজনই দীর্ঘদীন ধরে গাঁজার বড় চালান এনে স্থানীয় ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদককারবারিদের সরবরাহ করে আসছিল,এমন খবর পেয়ে অভিযানে নামে ডিএনসি। এ ঘটনায় আটক ও পলাতক মাদককারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে নিশ্চিত করেছেন ডিএনসি জেলা কার্যালয়ের উপপরিচালক মো: শহিদুল মান্নাফ কবীর।নিয়মিত অভিযান চলছে উল্লেখ করে মাদকের চোরাচালান ও বিস্তার রোধে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান ডিএনসির এই কর্মকর্তা
Leave a Reply