ধারাবাহিক প্রতিবেদনে আজ প্রথম পর্ব
নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুর ১ বীরগঞ্জ ও কাহারোল উপজেলার সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের বীরগঞ্জের নাম্বার ওয়ান সহযোগী ইয়াসিন আলী।তিনি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে বীরগঞ্জ, কাহারোল আসনের সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালের আস্তাভাজন হয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।
ইয়াসিন আলী দিনাজপুর জেলার বীরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড হাট খোলা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। ইয়াসিন আলীর পিতা মৃত আব্দুল বারী সরকারী সম্পদ আত্মসাতের দায়ে দীর্ঘদিন জেল খেটেছেন। ইয়াসিন আলী অল্প দিনে এমপি সাহেবের মন জুগিয়ে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন।
শুন্য হাতের সেই ইয়াসিন আলী এখন প্রচুর নগদ অর্থ বাড়ি গাড়িসহ নামে বেনামে অঢেল সম্পদের মালিক।এক সময় ইয়াসিন আলী টাকার অভাবে করতে পারেনি পড়ালেখা,তাদের সংসার চলতো অভাব অনটনের মধ্যে। দূর্নীতিবাজ সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের নিয়োগ, টেন্ডার, সোলার লাইট বানিজ্য, বিদ্যুতায়ন, টি আর, কাবিখা, কাবিটা, চাকুরী দেয়ার নামে, বিভিন্ন সরকারী বেসরকারী প্রকল্পে এমপি’র সহায়তায় ব্যপক টাকা আত্মসাত করেছেন ।
তার নিজ উপজেলা ও জেলা রয়েছে একাধিক বিলাস বহুল বাড়ি। শুনা যাচ্ছে বিদেশেও নাকি তার ব্যবসা আছে।
ইয়াসিন আলীর বিরুদ্ধে অমিমাংসিত সাদিয়া ধর্ষন মামলা এবং জগদল জেলখানা ৯ নম্বর ওয়ার্ডে তারা পাগলার পুত্র কে পুড়িয়ে হত্যা করার মামলা হলেও প্রভাব খাটিয়ে স্থগিত করে রেখেছে।
সাধুর বেশে চরম শয়তান এখনো বহাল তবিয়তে, দুদক ও সেনা নজরদারি প্রয়োজন বলে মনে করেন সুশিল সমাজ।
এ বিষয়ে ইয়াসিন আলীর সাথে মুঠোফোনে কথা হলে কৌশলে এড়িয়ে গিয়ে সাংবাদিককে উল্টো হুমকি দেন ।তিনি বলেন আমি যত দুর্নীতি করি না কেন? কোন রেকর্ড রাখি নাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম