মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: ২৫ অক্টোবর’২০২৪ সকাল সাড়ে ১১ টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাধীন রহিম বক্স হাই স্কুলের নিকটে একটি পিক আপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক এনামুল হকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত্যু এনামুল হক (৪৬) সরিজপুর নওগাঁ সদর শফির উদ্দিনের ছেলে।
ঘটনাস্থলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অবস্থান করছে, মৃত্য ড্রাইভারের লাশ বীরগঞ্জ উপজেলা কমপ্লেক্সে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি ঘটনাস্থলেই রয়েছে।
ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি তবে খুব অল্প সময়ে তারা পৌছালে বিধিসম্মত ব্যবস্থা নেয়া হবে মর্মে নির্ভরযোগ্য সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
Leave a Reply