মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় সোহাগ (২০) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। এঘটনায় ট্রাকটি আটক করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১ আগষ্ট) রাত ২ টার দিকে বীরগঞ্জ পৌর শহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের আশা মিষ্টির হোটেল সংলগ্ন এলাকায় দুটি ট্রাকের ঢাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। এসময় দুমড়ে মুছরে যাওয়া ট্রাক থেকে স্থানীয়দের সাহায্যে হেলপার ঠাকুরগাঁও জেলার সদর কালিতলা এলাকার সোহাগ (২০) কে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত আড়াই টায় ঢাকা-পঞ্চগড় সড়কে পরিত্যক্ত ডাক্তারখানা মাঠ সংলগ্ন এলাকায় (ঢাকা মেট্রো- ট১৮৩৬-৩০) একটি ট্রাক টি সামনের ট্রাক কে ধাক্কা দেয়। এসময় ১জন নিহত হয়েছে, লাশ হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply