মোজাম্মেল হক বীরগঞ্জ প্রতিনিধ : ০৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনাজপুর, বীরগঞ্জ উপজেলার মাহানপুর ইউনিয়নের সেনপাড়া মার্বেল কৃষক দলে জনাব রাখাল সেনের সভাপতিত্বে নো স্প্রে নো টেনশন খ্যাত বিশ্ব বিখ্যাত নেদারল্যান্ডস এর এগ্রিকো কোম্পানি লাল আলু এ্যালুয়েট যা বাজার জাত করেন মালিক এন্ড কোম্পানি সে আলুর উপর আন্তঃ কৃষক দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ জনাব দিলিপ কুমার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ লুৎফর রহমান এরিয়া ম্যানেজার মার্কেট ডেভেলপমেন্ট মোঃ আঃ সাত্তার চৌধুরী, বিশিষ্ট আলু ব্যবসায়ী আল-মুনতাকিম । এছাড়া আরো উপস্থিত ছিলেন,কয়েকটি কৃষক দলের লিড ফার্মার সহ ৯৫ জন আলু চাষী।
আলুচাষী উত্তম কুমার বলেন এই জাতের আলু তে কোন প্রকার স্প্রে লাগেনা এবং সারের পরিমান ও কম লাগে তাই প্রতি বিঘায় উৎপাদন খরচ ১৬-১৮ হাজার টাকা কম লাগে এবং বাজারে চাহিদা বেশি থাকায় প্রতিকেজি আলু ২-৩ টাকা বেশি দরে বিক্রয হচ্ছে। তাই আগামী বছর আমার দলের অনেকেই এ্যালুয়েট আলু চাষ করবে।
Wow, superb weblog layout! How lengthy have you ever been blogging for?
you made running a blog glance easy. The total look of
your website is excellent, as well as the content material!
You can see similar: najlepszy sklep and here sklep online