মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুর বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কিসামত খরিকাদাম মৌজার বিমাতা ভাই শাহজাহান আলীসহ অন্যান্য ভাইদের নির্যাতনের শিকার হয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও সুবিচার পাচ্ছে না শাহাবুদ্দিন।
মারাত্মক নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে সে ও তার সহোদর ছোটভাই সাইদুলসহ তাদের পরিবার বর্গ।
শাহাবুদ্দিন ও সাইদুল ঐ এলাকার সাবেক মেম্বার হায়দার আলীর দ্বিতীয় স্ত্রী’র সন্তান।
ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, বিমাতা সাত ভাইয়ের মধ্যে পাঁচ ভাই ষড়যন্ত্র করে তাদের পৈত্রিক সম্পত্তির ভাগ দিচ্ছে না এবং আমাদের বয়স্ক পিতাকে ঘরে আটকে রেখে আমাদের দখলকৃত বাড়ি এবং আবাদি জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে।
শাহাবুদ্দিন ও সাইদুল আমরা ২ ভাই এবং বীমাতা শাহজাহান, শহিদুল, রফিকুলসহ সাত ভাই।
আমার বৃদ্ধ পিতা সাবেক ইউপি সদস্য হায়দার আলী আমি শাহাবুদ্দিন এবং আমার ভাই সাইদুলকে কিসামত খড়িকাদাম মৌজার ২০৬ দাগে ৫২ শতাংশ জমি আবাসিক এবং ১৮৮ দাগের ২৪ শতাংশ দলা জমি লিখে দিয়ে দখল বুঝিয়ে দেন।
যাহা আমরা শান্তিপূর্ণভাবে ভোগ দখল করছি, এমতাবস্থায় বিমাতা ভাই শাহজাহান আলী সহ অন্যান্যরা আমাদের ভোগ দখলীয় বাড়ির জমির সীমানা পিলার উপড়ে ফেলতে গেলে আমি বাধা দেই,
এতে শাহজাহান আলী ক্ষিপ্ত হয়ে দা হাতে নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাকে ধাওয়া দিতে থাকে, পরিবারের অন্যান্য লোকজনের বাধার মুখে আমি প্রাণে বেঁচে যাই।
একই ভাবে ইতোপুর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজাহান আলী আমাকে পুলহাট বাজারে কিল ঘুষি মেরে আহত করেছিল।
এ ব্যাপারে ১৮ জানুয়ারী’২০২৪ তারিখে আমি থানায় অভিযোগ করলে ৮৯৫ নম্বর সাধারণ ডায়েরি দায়ের হয়।
আমাদের বিমাতা ভাইয়েরা আইনের প্রতি কোনো তোয়াক্কাই করে না, তারা যখন তখন তুচ্ছ ঘটনায় আমাদেরকে মারপিট ও হত্যার হুমকি দেয়।
তারা আমাদের পিতাকে জিম্মি করে তার অনেক জমি বেআইনিভাবে তাদের অর্থাৎ বিমাতা ভাইয়েরা রেজিষ্ট্রি করে নিয়েছে, আমাদের দুই ভাইকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করেছে।
এ ব্যপারে অভিযুক্ত শাহজাহান আলীর মুখোমুখি হলে তিনি জানান বাবাকে জিম্মি করে জমা জমি লিখে নিয়েছি? কার কি করার আছে করুক আমি কাউকে তোয়াক্কা করি না। অবশিষ্ট যতটুকু জমি আছে সেগুলো লিখে নিব।
ঘটনার বিষয় নিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান মতির সাথে কথা হলে তিনি বলেন একপক্ষে সংখ্যা গরিষ্ঠ হওয়ায় শাহাবুদ্দিন ও তার ছোটভাই সাইদুল সত্যি নির্যাতনের শিকার কিন্তু বিমাতা ভাইদের তাণ্ডবে কিছুই করা যাচ্ছে না। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
Leave a Reply