দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নিজপাড়া ইউনিয়ন পরিষদের অধিনে ঢেপা নদীর পশ্চিম তীর
ঢেপা নদীতে জেগে উঠা চর দাসপাড়া শ্মশান নামে পরিচিত। সম্প্রতি সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ড এবং বিআইডব্লিউটি-এর তত্ত্বাবধানে অত্র উপজেলায় আত্রাই, ঢেপা, ছোট ঢেপা, নর্ত নদীসহ অন্যান্য শাখা নদীগুলো প্রকল্পের মাধ্যমে খনন করা হয়েছে।
সরকারি ঐ সব উন্নয়ন মুলক খনন কাজের সময় ঠিকাদারেরা ঢেপানদীতে দাসপাড়া এলাকায় বালুচর তথা শ্মশানের দু’পাশ দিয়ে ভ্যাকু এবং অন্যান্য অত্যাধুনিক মেশিন দিয়ে খননকালেই ঠিকাদারের কর্মরত লোকজন শ্মশানের উপর বালির স্তূপ করেছে।
পরবর্তীতে উত্তোলনকৃত ঢেপা নদীর বালি শম্ভুগাঁ থেকে নখাপাড়া প্রেমবাজার হয়ে দাসপাড়া পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড ইজারা দেয়, ইজারা মুল্য ১১ লাখ টাকা, মেয়াদ কাল ৩০ জুন। কিন্তু ইজারাদার স্বেচ্ছাচারিতা মুলকভাবে আইনের প্রতি তোয়াক্কা না করে সন্ত্রাসী কায়দায় শশ্মানের ব্যপক ক্ষতি সাধন করে রাতদিন ১০ চাকার ড্রাম ট্রাকের মাধ্যমে লটের বালু সমুহ বিক্রি ও পাচার অব্যাহত রাখে।সরকারি সম্পদ পাচার, ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতি মানেই ধর্মীয় অনুভূতিতে আঘাত, বাধা প্রদান করায় দাসপাড়ার মহিলাদের লাঞ্চিত করে বালু খেকোরা, নানান অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে ১২ আগষ্ট’২২ থানায় মামলা হয়েছ, নম্বর ১১।
অপরাধীদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে আজ ১৩ আগষ্ট’২২ সকাল ১১টায় বিজয় চত্বরে জনতার বিশাল মানববন্ধন করা হয়েছে।
শ্মশান রক্ষা সংগ্রাম কিমিটি’র ব্যনারে মানববন্ধনে একাত্মতা ঘোষনা করেন উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারন সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, সহসভাপতিh করিমুল প্রেস ক্লাবের সভাপতি রতন ঘোষ পিযুষ, ইসলাম, হরিস চন্দ্র মিঠু, প্রভাষক রফিকুল ইসলাম আসলাম, নারীনেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, নরেন দাস বেলী রায়সহ দাসপাড়ার শত শত নারী পুরুষ।
আয়োজক ও আন্দোলনের মুল পরিকল্পনাকারী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ এবং কেন্দ্রীয় মহাশ্মশানের সাধারণ সম্পাদক দিপংকর রাহা বাপ্পি’র পরিচালনায় দীর্ঘ সময় ব্যপী মানববন্ধন থেকে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়া হয় অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।
Leave a Reply