বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৫ নং সুজালপুর ইউনিয়নে, ছোট শীতলাই গ্রামে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে আহত হয় তিনজন পরে তাদের বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন চিকিৎসক।
ঘটনা সূত্রে জানা যায় আলিফা বেগম ও জিন্না ইসলাম দুজনের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলতেছে দীর্ঘদিন যাবত, একপর্যায়ে শনিবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ও মহির উদ্দিন মেম্বার বিষয়টি মীমাংসার জন্য ১নং বাদী আলিফা বেগম কে তার প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে ২নং বিবাদী জিন্না ইসলামের বাসায় আসতে বলেন, পরে আলিফা বেগম ও তার স্বামী ছাপিকুল ইসলাম প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ২ নং বিবাদী জিন্না ইসলামের বাসায় যান, কিন্তু বিষয়টি এক পর্যায়ে মীমাংসা না হলে,২ নং বিবাদী জিন্না ইসলাম এর ছেলে রবিন ইসলাম তাদের উপরে চোরাও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও বাড়ির দরজায় তালা মেরে ইউপি চেয়ারম্যান ও মহির উদ্দিন মেম্বার এর সামনেই এলোপাতাড়ি মারপিট শুরু করেন,সেই সাথে চেয়ারম্যান ও মেম্বার তাদের কে অসম্মান করেন,বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নিজে, পরে ১নং বাদী আলিফা বেগম ও তার স্বামী ছাপিকুল ইসলাম বীরগঞ্জ থানায় একটি ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো পাঁচ থেকে ছয় জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন,এবং বিষয়টি আইনের মাধ্যমে সুস্থ তদন্ত করে বিচারের দাবি জানান।
Leave a Reply