মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ভূয়া দলিল আনয়ন করে আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের জমি দখলের পায়তারা অভিযোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী বাবুল মার্ডি।
গতকাল ১৫ জুলাই'২০২৪ বেলা ১১ টায় বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে উপজেলার ছোট বোচাপুকুর এলাকার আদিবাসী মৃত সামু মার্ডির পুত্র বাবুল মার্ডি লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন,তার দীর্ঘদিনের ভোগ দেখলীয় চাকাই মৌজার সাবেক দাগ ১২৫৬, হাল দাগ ৩৪৩০-এর ১.৩৮ একর নিস্কন্ঠক জমির মধ্যে ৪৬ শতক জমি একই এলাকার মৃত হারান প্রামাণিকের ছেলে মোহাম্মদ আলী ষড়যন্ত্র মূলক ভাবে যোগসাজসি, ভিত্তিহীন, অকার্যকর দলিল সৃষ্টির মাধ্যমে একাধিকবার শক্তির মহড়া প্রদর্শন করে জবর দখলের পায়তারা চালিয়ে ব্যর্থ হয়েছে।
সঙ্গত কারণে আমি নিজে বাদী হয়ে তাদের সৃষ্ট অবৈধ দলিল নম্বর ৪১২ তারিখ ১৮.১.২০২২ বাতীলের জন্য দিনাজপুর বিজ্ঞ সহকারী জজ আদালতে অভিযোগ করিলে ১২৫/২০২২ অন্য মামলা দায়ের হয় এবং চলমান রয়েছে।
যাহা সংশ্লিষ্ট আদালতের গত ১৪ জুলাই'২০২৪ তারিখের সীল ও স্বাক্ষরিত ইনফরমেশন স্লিপের দ্বারা নিশ্চিত করা হয়েছে। উক্ত মামলায় বিবাদী হিসেবে সুলতান হেমরম, রবি মার্ডি, মোহাম্মদ আলী ও সাব রেজিস্ট্রার বীরগঞ্জের নাম উল্লেখ রয়েছে।
মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদী মোহাম্মদ আলী গতকাল শনিবার ১৪ জুলাই'২৪ সকালে একদল ভাড়াটে লোকজন সহ বিবাদমান জমিতে শ্যালো দিয়ে পানি ভরাট, হ্যারো দিয়ে চাষ এবং ধান লাগানো চেষ্টা চালায় কিন্তু আমি ও আমার লোকজনের প্রবল বাধার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা যাওয়ার সময় আমাদেরকে প্রাননাশের হুমকি দেয়।
এ ব্যাপারে, আমি গতকাল ১৪ জুলাই'২৪ তারিখে মোহাম্মদ আলীর বিরুদ্ধে বীরগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি।
এমতাবস্থায় তিনি জায়গাটির উপর বারংবার জবর দখলের চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিবাদে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাবুল মার্ডি তার,ছেলে সোম মার্ডি ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাবেক চেয়ারম্যান বাজুন বেসরাসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম