মোজাম্মেল হক : দিনাজপুরের বীরগঞ্জে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে পাঁচপীর নামক স্থানে, গুরুত্বরসহ কমপক্ষে ২০জন যাত্রী হয়েছে, আজ শনিবার বিকার ৫ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, দিনাজপুরে কেন্দ্রীয বাস টার্মিনাল থেকে পঞ্চগড় অভিমুখি তহমিনা পরিবহনের সিলেট-জ ১১-০২৯১) একটি যাত্রীবাহি বাস বীরগঞ্জ উপজেলার পাঁচপীর নামক স্হানে চালক নিয়ন্ত্রণ হারায়।
এসময় মহাসড়কের পাশের খাদে উল্টে পড়ে বাসটি এতে ২০ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে উদ্ধার অভিযান চালায় বীরগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সোর কর্মীরা।
আহতদের উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে প্রেরন করেছেন তারা। আশংকাজনক আহত ২ জনকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Leave a Reply