স্পোর্টস ডেস্ক:
এডুকেশন স্টেডিয়ামে নেইমারের অসাধারণ গোল। কিছুক্ষণের জন্য গ্যালারি জুড়ে বয়ে যায় হলুদের উচ্ছ্বাস। তবে কিছুক্ষণ পরই সেই উচ্ছ্বাস মিলিয়ে যায় পেতকোভিচের গোলে। এই গোলেই সমতায় আসে স্কোর। পরে ফলাফল বের করতে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। সেই টাইব্রেকার ভাগ্যে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।
শুক্রবার (৯ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ৪-২ গোলে হেরে হেক্সা মিশনের ব্যর্থ সমাপ্ত ঘটালো সেলেকাওরা। অন্যদিকে প্রথম দল হিসেবে আবারও সেমিফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।
বিস্তারিত আসছে...
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম