বার্তা ডেস্ক : এতোদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,দেশে বহুল প্রচারিত অনলাইন পোর্টাল দৈনিক সময়ের আলো ২৪.কম। এর ঝিনাইদহ প্রতিনিধি মো: মিঠুন সিকদার কে বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগের কারণে ১০ ই জুন ২০২৩ ইং তরিখে সাময়িক ভাবে বহিষ্কার করা হইল। অদ্য হইতে সে অনলাইন পোর্টাল দৈনিক সময়ের আলো ২৪. কম এর সাথে তার কোন সম্পর্ক নাই। তার সাথে কেউ কোন লেনদেন করলে নিজ দায়িত্বে করবেন।
সে যদি দৈনিক সময়ের আলো ২৪.কম এর পরিচয় দেয় তাহলে অত্র এলাকার থানায় সোপর্দ করবেন অথবা আমাদের অফিসের মোবাইল নম্বরে(০১৭৮৫৪৬৫৩৬০ ) ফোন করে জানানোর অনুরোধ করছি।
আদেশক্রমে
মোঃগোলাম কিবরিয়া
সম্পাদক- দৈনিক সময়ের আলো ২৪.কম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ গোলাম কিবরিয়া / ই-মেইল :daliysomoyaralo24info@gamil.com --(জাতীয় দৈনিক সময়ের আলো প্রিন্ট পত্রিকার সাথে আমাদের কোন সম্পর্ক নেই)
দৈনিক সময়ের আলো ২৪ডট কম